ভার্চুয়াল প্রাইভেট সার্ভার (ভিপিএস) ম্যানেজ/ব্যবস্থাপনা সময়সাপেক্ষ ব্যাপার যদি আপনি লিনাক্স কমান্ড লাইনে দক্ষ না হন। আপনি প্রশ্ন করতে পারেন কম খরচে সিপ্যানেল সহ শেয়ার্ড হোস্টিং-ই তো যথেষ্ট, কষ্ট করে ভিপিএস’র পথে হাটা কেন?
উত্তর হলো: আপনার সাইট একটু মধ্যম মানের ট্রাফিক পাওয়া শুরু করলে আপনি নিজেই সাইটের রেসপন্স টাইমে বিরক্ত হয়ে যাবেন। তো ইউজারদের সন্তুষ্ট রাখতে ভিপিএস হতে পারে আপনার পরবর্তী পদক্ষেপ। কম খরচে (৫ ডলার থেকে শুরু) ভাল মানের ভিপিএস এখন বেশ সহজলভ্য, যেমন: ডিজিটাল ওশ্যান, লিনোড, ভল্ট’র, র্যামনোড ইত্যাদি। এত কম দাম’র জন্য আমরা কম্পিটিশনকে ধন্যবাদ দিতেই পারি 🙂
শুরুর কথায় আসা যাক। ভিপিএস ব্যবস্থাপনা। বাংলা মুভি ডেটাবেজ যখন একটু বেশি মানের ভিজিটর পাওয়া শুরু করলো, তখন হোস্টগেটরের শেয়ার্ড হোস্টিং আর পোষাচ্ছিল না। সাইট খুব স্লো বলে ভিজিটররা অভিযোগ শুরু করলো। তারপর সের’র উপর শোয়া সের হিসেবে যোগ হলো হোস্টগেটরের বাজে সেবা। মাসের ২৭ তারিখে এসে তারা সেই মাসের ১৯ তারিখে নেয়া একটা ব্যাকআপ দিয়ে রিস্টোর করে দিলো। ফলাফল: প্রায় ২০টার মতো পোস্ট গায়েব। এরমাঝে কিছু পোস্ট খুবই গুরুত্বপূর্ণ ছিল। গুগল ক্যাশের কল্যানে কিছু উদ্ধার করা গেলেও সবকিছু পারা গেল না। হোস্টগেটর কোন সদুত্তর দিলো না, হালকা স্যরিটরি বলে পার পেতে চাইলো। ভাবলাম, এখনই সময় ভিপিএস ট্রাই করার।
ডিজিট্যাল ওশানে একটার প্রমো’র কল্যানে একাউন্টে ১০ ডলার এড করা ছিল। সেখানে ৫ ডলার/মাস একটা ভিপিএস সেটাপ করে সেখানে বিভিন্ন রকম কেরদানি ফলাতে লাগলাম। ভেস্তাসিপি, ইজিইঞ্জিন সবকিছু সেটাপ করে টেস্ট করতে লাগলাম। শেষমেষ সার্ভার পাইলটের খোঁজ পেলাম। তাদের ফ্রি প্ল্যানে যেসব সুবিধা আছে সেটা যেকোন ভিপিএস চালানোর জন্য যথেষ্ট।
কিভাবে সেটাপ করবেন?
উপরের ছবিটা দেখে বুঝতে পারার কথা সেটাপ করা প্রায় “জলবৎ তরলং”। আপনি যদি ডিজিটাল ওশ্যানে SSH Key ব্যবহার করে থাকেন, তাহলে “I don’t have a root Password” অপশনে ক্লিক করে ম্যানুয়ালি ইন্সটল করতে পারেন। সেক্ষেত্রে সার্ভার পাইলট আপনাকে ম্যানুয়াল ইন্সটলের জন্য দরকারি কমান্ড গুলো পরের স্ক্রীনে দিবে, যেটা আপনি SSH দিয়ে লগিন করে রান করালেই সার্ভার কাজের জন্য প্রস্তুত হয়ে যাবে। বলে রাখা ভালো, সার্ভারপাইলট আপনার পিইএচপি এপ্লিকেশন রান করার জন্য প্রয়োজনীয় Environment প্রস্তুত করে। এজন্য Nginx, Apache, PHP এবং Mysql ইন্সটল করে। আরো বিস্তারিত জানতে এখানে ঘুরে আসুন।
যদি সার্ভার ঠিকমতো সেটাপ না হয়, তবে আপনার সার্ভারের নামের পাশে “Not Connected” লেখা দেখতে পাবেন। সার্ভার সেটাপ সফলভাবে সম্পন্ন হলে আপনি সার্ভারপাইলটের ওয়েব প্যানেলে সহজেই সাইট সেটাপ করতে পারবেন।
সার্ভারপাইলট আপনার প্রতিটি সাইটকে একেকটা App হিসেবে চিহ্নিত করে। নতুন সাইট যোগ করতে চাইলে সার্ভারের নামে ক্লিক করে পরের স্ক্রীনে গিয়ে “Create App” বাটনে ক্লিক করুন।
এখানে দরকারি তথ্য পূরন করে “Create App” বাটনে ক্লিক করলেই আপনার সাইট প্রস্তুত হয়ে যাবে। যদি আপনার সাইটটি ওয়ার্ডপ্রেস সাইট হয়ে থাকে, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস অপশনে টিক দিয়ে দিন। এতে আপনার সাইটে ওয়ার্ডপ্রেসের একটি কপি ইন্সটল হয়ে যাবে নিমেষেই!
এরপর সাইটে লগিন করে দরকারি কাস্টমাইজেশন করে ফেলুন।
ডিসক্লেইমার: এই লেখায় রেফারেল লিংক যুক্ত আছে।